Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাসাইল উপজেলার তথ্যাবলী
ভূমিকা
 
বাসাইল উপজেলা টাঙ্গাইল জেলা হতে ১৮ কিলোমিটার দুরে অবস্থিত। মোট আয়তন ১৫,৭৩৮ হেক্টর (১৫৮ বর্গ কি মি)। মোট জনসংখ্যা ১,৮৫,৬৪৯ জন। মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগ কৃষিকাজের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নির্ভরশীল। প্রকৃত কৃষি জমির পরিমান ১৩,২৯১ হেক্টর । ফসলের নিবিড়তা ১৯৮%। মোট ইউনিয়নের সংখ্যা ৬ টি এবং ১ টি পৌরসভা । মোট ব্লকের সংখ্যা ১৯ টি। বাসাইল উপজেলা কৃষি পরিবেশ অঞ্চল (এ ই জেড) ৮ এবং ৯ এর অন্তর্গত। উল্লেখযোগ্য ভূমিকা
 
বাসাইল উপজেলা টাঙ্গাইল জেলা হতে ১৮ কিলোমিটার দুরে অবস্থিত। মোট আয়তন ১৫,৭৩৮ হেক্টর (১৫৮ বর্গ কি মি)। মোট জনসংখ্যা ১,৮৫,৬৪৯ জন। মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগ কৃষিকাজের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নির্ভরশীল। প্রকৃত কৃষি জমির পরিমান ১৩,২৯১ হেক্টর । ফসলের নিবিড়তা ১৯৮%। মোট ইউনিয়নের সংখ্যা ৬ টি এবং ১ টি পৌরসভা । মোট ব্লকের সংখ্যা ১৯ টি। বাসাইল উপজেলা কৃষি পরিবেশ অঞ্চল (এ ই জেড) ৮ এবং ৯ এর অন্তর্গত। উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে লৌহজং, বংশাই ও নাঙ্গুলিয়া নদী। ধান এ অঞ্চলের প্রধান ফসল । এছাড়াও উল্লেখযোগ্য ফসলের মধ্যে রয়েছে গম, সরিষা, ভূট্টা, আলু ইত্যাদি। কৃষি পরিবেশ অঞ্চল (এ ই জেড) এর উপর ভিত্তি করে আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে শস্য বিন্যাসে পরিবর্তন এনে কৃষকেরা শস্য উৎপাদন ক্রমাগত বৃদ্ধি করে চলেছে। এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক কৃষি প্রযুক্তি মাঠে প্রয়োগের নিমিত্তে কৃষক প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ ভ্রমন, মাঠ দিবস, ফলাফল প্রদর্শনী, জৈব সার, কেচোঁ কম্পোস্ট সার, ট্রাইকো কম্পোষ্ট সার তৈরী, সুষম সার ব্যবহার, গুটি ইউরিয়ার ব্যবহার, এলসিসির ব্যবহার, সমন্বতি বালাই ব্যবস্থাপনা, উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, কৃষি  যন্ত্রপাতি  ব্যবহার, বিষমুক্ত সবজী ও ফল উৎপাদন ইত্যাদি কর্মসূচীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরনে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।
 
 বাসাইল উপজেলার আর্থ সামাজিক অবস্থা ঃ
 
কৃষিই বাসাইল উপজেলার মানুষের জীবন জীবিকার প্রধান অবলন্বন । এক সময়ে এ উপজেলা আমন, সরিষা এবং পাট আবাদের উপর নির্ভরশীল ছিল। কালের বিবর্তনে আধুনিক কৃষি প্রযুক্তি প্রবর্তনের ফলে শস্য বিন্যাসে পরিবর্তন এসেছে । শস্য বহুমুখীকরন হয়েছে এখন বাসাইল উপজেলায় রোপা আমন , বোনা আমন , পাট , বোরো , ডাল জাতীয় শস্য, তৈল জাতীয় শস্য, গম, ভূট্টা, শীতকালীন ও গ্রীস্মকালীন শাক সবজী, কলা, আম, কাঁঠাল আদা হলুদ ইত্যাদি ফসলের আবাদ হচ্ছে। এক সময় উপজেলার অধিকাংশ জমিই ছিল এক ফসলী, কিন্তু বিভিন্ন ফসলের আধুনিক উচ্চফলনশীল জাত উদ্ভাবন এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে বর্তমানে এক ফসলী জমির পরিমান কমে গিয়ে অধিকাংশ জমিই এখন দুই ফসলী ও তিন ফসলী । বর্তমানে ফসলের নিবিড়তা ১৯৮%। যার ফলে এক সময়ের দরিদ্র কৃষক এখন আর্থিক দিক থেকে যেমন লাভবান হচ্ছে তেমনি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয়ে ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলতে পারছেন। এ উপজেলায় বর্তমান শিক্ষার হার ৫১.৪% এবং স্বাক্ষরতার হার ৬৫% ।
ভূমিকা
 
 
এক নজরে বাসাইল উপজেলার কৃষি বিষয়ক তথ্যাবলী
 
ক্রঃ নং বিষয় মোট
০১. উপজেলার সাধারণ তথ্যঃ
ক) উপজেলার মোট আয়তন (বর্গ কি.মি.) ১৫৮ (১৫,৭৩৮ হেক্টর)
খ) উপজেলার মোট বনভূমির পরিমাণ ( হেঃ) ০
গ) উপজেলার মোট জলভূমির পরিমাণ ( হেঃ) ৩২৬
ঘ) উপজেলার মোট শহর অঞ্চল ( হেঃ) ১০৩
ঙ) উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা ০৬ টি
চ) উপজেলার মোট পৌরসভার সংখ্যা ০১ টি
ছ) উপজেলার মোট গ্রামের সংখ্যা ১০৭
জ) উপজেলার মোট মৌজার সংখ্যা ৭৩
ঝ) উপজেলার মোট ব্লকের সংখ্যা ১৯ টি
ঞ) উপজেলার শিক্ষিতের হার (%) ৫১.৪%
০২. জনসংখ্যা ঃ
ক) পুরুষ ৯২,৭২৫ জন
খ) মহিলা ৯২,৯২৪ জন
মোট ১,৮৫,৬৪৯
০৩. কৃষক পরিবারের সংখ্যাঃ
ক) ভূমিহীন চাষী (৫ শতাংশের নিচে) ৬৬৫০
খ) প্রান্তিক চাষী (৫ শতাংশ থেকে ১৫০ শতাংশের নিচে) ১০২৯৫
গ) ক্ষুদ্র চাষী (১৫০ শতাংশ থেকে ২৫০ শতাংশের নিচে) ১৭৬৯৮
ঘ) মাঝারী চাষী (২৫০ শতাংশ থেকে ৭৫০ শতাংশের নিচে) ২৯৩২
ঙ) বড় চাষী (৭৫০ শতাংশের অধিক) ১১৩
মোট কৃষক পরিবারের সংখ্যাঃ ৩৭৬৮৮
 
০৪. কৃষি বহির্ভূত মোট পরিবারের সংখ্যাঃ ২২৯৮
০৫. মহিলা প্রধান কৃষক পরিবারের সংখ্যাঃ ৭
০৬. মাটির বুনট অনুযায়ী কৃষি জমির পরিমাণঃ
ক) এঁটেল মাটি ( হেঃ)  ৬১৪২
খ) এঁটেল দোআঁশ মাটি ( হেঃ) ২৩৮০
গ) দোআঁশ মাটি ( হেঃ) ৪৪১২
ঘ) বেলে দোআঁশ মাটি ( হেঃ) ৩৫৭
ঙ) বেলে মাটি ( হেঃ) -
মোটঃ ১৩২৯১
০৭. কৃষি পরিবেশ অঞ্চল ( এইজেড) অনুযায়ী কৃষি জমির পরিমাণ ( হেঃ)
ক) এইজেড নং - ৮ঃ ৬০৬১
খ) এইজেড নং - ৯ঃ ৭২৩০
মোট ১৩২৯১
০৮. উপজেলার জমির পরিমাণ ( হেঃ)
ক) আবাদী জমির পরিমাণ ১৩২৯১
খ) স্থায়ী পতিত জমির পরিমাণ ০৬
গ) সাময়িক পতিত ৫০
ঘ) জলাশয় ৩২৬
ঙ) স্থায়ী ফল বাগান ১০৩
চ) স্থায়ী বন -
ছ) বাড়ী ঘর ১৭৪০
জ) রাস্তা, অবকাঠামো ও অন্যান্য স্থাপনা ১১০
মোট ১৫৬২৬
 
ক্রঃ নং বিষয় মোট
০৯. কৃষির আওতায় ব্যবহৃত জমির পরিমাণ (হেঃ)
ক) নীট ফসলী জমির পরিমাণ (হেঃ) ১৩২৯১
খ) এক ফসলী জমির পরিমাণ (হেঃ) ২৭২১
গ) দুই ফসলী জমির পরিমাণ (হেঃ) ৮০৫০
ঘ) তিন ফসলী জমির পরিমাণ ( হেঃ) ২৫২০
ঙ) তিন এর অধিক ফসলী জমির পরিমাণ (হেঃ) -
মোট ফসলী জমির পরিমাণ (হেঃ) ২৬৩৮১
ফসলের নিবিড়তা ১৯৮%
১০. মৌসুম ভিত্তিক জমি ব্যবহারের পরিমাণ (হেঃ)
ক) খরিপ - ১ ৮১৯০
খ) খরিপ - ২ ৭৫১
গ) রবি ১৭৪৪০
মোট ২৬৩৮১
 
১১. ভূমির শ্রেণীবিণ্যাস অনুযায়ী জমির পরিমাণ (হেঃ)
ক) উঁচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় প্লাবিত হয় না) ২০২
খ) মাঝারী উঁচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় সর্বোচ্চ ৯০ সে.মি পর্যন্ত প্লাবিত থাকে) ৩৫৬২
গ) মাঝারী নীচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ৯০- ১৮০ সে.মি পর্যন্ত প্লাবিত থাকে) ৩২০১
ঘ) নীচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ১৮০- ২৭৫ সে.মি পর্যন্ত প্লাবিত থাকে) ৫৭২২
ঙ) অতি নীচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ২৭৫ সে.মি বা তার চেয়ে বেশী প্লাবিত থাকে) ৬০৪
মোট ১৩২৯১
১২. সার ডিলারের সংখ্যাঃ
ক) বিসিআইসি ১০ জন
খ) বিএডিসি ২৩ জন
গ) খুচরা সার ডিলারের সংখ্যা ৫৪ জন
১৩. কীটনাশক ডিলারের সংখ্যাঃ
ক) পাইকারী ১০
খ) খুচরা ৫৫
মোট ৬৫
১৪. খুচরা বীজ ডিলারের সংখ্যাঃ ২২ জন
১৫. নার্সারীর সংখ্যা
ক) সরকারী ০১
খ) বেসরকারী ০৮
মোট ০৯
১৬. খাদ্য পরিস্থিতি
ক) জনসংখ্যা ১,৮৫,৬৪৯ জন
খ) খাদ্য চাহিদা (দৈনিক ৪৪২ গ্রাম) ২৯৯৫০ মে.টন
গ) মোট খাদ্যশস্য উৎপাদন ৪৮৯০০ মে. টন
ঘ) বীজ, গোখাদ্য ও অপচয় (১১.৫৮%) ৫৬৬৩ মে. টন
ঙ) মোট খাদ্য চাহিদা (খ+ঘ) ৩৫৬১৩ মে. টন
চ) মোট খাদ্য উদ্বৃত্ত ( গ- ঙ) ১৩২৮৭ মে. টন
এক নজরে বাসাইল উপজেলার কৃষি বিষয়ক তথ্যাবলী
 
                                     
 
 
 
 
                                       বাসাইল উপজেলার প্রধান প্রধান শস্য বিন্যাস
 
ক্রঃ নং শস্য বিন্যাসের বিবরণ শস্য বিন্যাসের আওতায় জমির পরিমান (হেঃ) শতকরা হার  (%) মন্তব্য
১ ২ ৩ ৪
১ সরিষাÑ বোরোÑ বোনা আমন ৪০৫৭ ৩০.৫২
২ সরিষাÑ বোরোÑ পতিত ৩৪৬ ২.৬০
৩ সরিষাÑ বোরোÑ রোপা আমন ৫০০ ৩.৭৬
৪ বোরোÑ বোনা আমনÑ পতিত ৪১৭২ ৩১.৩৯
৫ বোরোÑ পতিতÑ পতিত ১০৭৬ ৮.১০
৬ বোরোÑ পতিত- রোপা আমন ৩৯৪ ২.৯৬
৭ বোরো- পাট - রোপা আমন ২৮ ০.২১
৮ বোরো- পাট- পতিত ৪৩৬ ৩.২৮
৯ সরিষা- পাট- পতিত ১৫০ ১.১৩
১০ গম- পাট- মাসকলাই ২৬ ০.২০
১১ গম- পাট- রোপা আমন ৭২ ০.৫৪
১২ সবজী- সবজী- সবজী ৮০৮ ৬.০৮
১৩ আলু- বোরো- পতিত ৮২ ০.৬২
১৪ আখ- আখ- আখ ১৮ ০.১৪
১৫ আদা- আদা- আদা ১২ ০.০৯
১৬ হলুদ- হলুদ- হলুদ ১৫ ০.১১
১৭ মসুর- পাট- পতিত ১৫ ০.১১
১৮ খেসারী- পাট- পতিত ১৫ ০.১১
১৯ মাসকলাই- পাট- পতিত ২৭ ০.২০
২০ পেঁয়াজ- পাট-পতিত ১০ ০.০৮
২১ মিষ্টি আলু- পাট- পতিত ৫৮ ০.৪৪
২২ ধনিয়া- পাট- পতিত ৬৫ ০.৪৯
২৩ মরিচ- মরিচ- মরিচ ৬০ ০.৪৫
২৪ কলা- কলা- কলা ৪০ ০.৩০
২৫ আম- আম- আম ৮০ ০.৬০
২৬ লেবু- লেবু- লেবু ৩৬ ০.২৭
২৭ লিচু- লিচু- লিচু ১০ ০.০৮
২৮ শনপাট- ধৈঞ্চা- পতিত ৩৮৩ ২.৮৭
২৯ সবজী- ধৈঞ্চা- পতিত ১৫০ ১.১৩
৩০ আলু- পাট - রোপা আমন ৫০ ০.৩৮
৩১ ধনিয়া- তিল- পতিত ৫০ ০.৩৮
৩২ সবজী- পাট- পতিত ৫০ ০.৩৮
মোট= ১৩২৯১
১০০